Top 5 Launchers

Top 5 Launchers

android-launcher-3d
আপনি কি Stock homescreen এ bore হয়ে গেছেন ?? তাহলে নতুন কিছু try করেন।এমনকি অনেকেই আমাদের গ্রুপে দেখি প্রশ্ন করে- ভাই আমার ফোনের জন্য best launchers কোনটা আজ এই নিয়ে (top 5 launchers ) পোস্ট করতে যাচ্ছি।আসলে লাঞ্চার নির্দিষ্ট ফোনের জন্য থাকে না। আমি শেষ থেকে ১ম পর্যন্ত যাচ্ছি। এগুলো আপনি প্লে স্টোরেও পাবেন। কিন্তু অনেক সময় non supported হয়ার কারণে নাও পেতে পারেন তাই সেগুলোর download link সহ দেয়া হল যাতে আপনারা সহজে ডাউনলোড করেতে পারেন।তাহলে শুরু করা যাক।

Nova launcher Prime

(এটা আপনি শুধু মাত্র ics device গুলোতে চালাতে পারবেন।) প্লে স্টোরে আপনাকে এটা $4 দিয়ে কিনতে হবে।

AWD Launcher

Apex Launcher pro

Smart Launcher

এটি একদম আলাদা একটা লাঞ্চার এর সবচেয়ে ভাল দিক হল এটা অনেক কম ram use করে। ফলে আপনার ফোন সবসময় fast থাকে

Go Launcher

এতে সব ধরনের customization করতে পারবেন। এর জন্য আপনার ফোনের পুরো look পাল্টে যাবে। তবুও বলে রাখা ভাল হবে যে এ লাঞ্চার একটু বেশি ram use  করে।

next পোস্টে আপনার ফোনকে কিভাবে ios অথবা windows এর লুক সহ ওই opering system এর ফিচার ব্যাবহার কিভাবে করবেন তা দিব…
so stay tuned for the next post…
আপনাদের আর কিছু জানার থাকলে বা প্রশ্ন করার থাকলে আমাদের অফিসিয়াল গ্রুপে যোগ দিয়ে আপনার আপনার মতামত, প্রশ্ন অভিযোগ করতে পারেন।



share this article to: Facebook Twitter Google+ Linkedin Technorati Digg
Posted by Unknown, Published at 11:47 PM and have 0 মন্তব্য(গুলি)

No comments: