কিভাবে ব্যবহার করবেন Titanium Backup?

কিভাবে ব্যবহার করবেন Titanium Backup?

f-1024-0
প্রতিনিয়ত আমরা রম চেন্জ করি। রম চেন্জ করার পর সবচেয়ে কষ্ট যেখানে পাই তা হল আমারা সব অ্যাপ হারায়। মানে আমাদের নতুন করে সব অ্যাপ ইন্নটল করতে হয়। আগের রমের অ্যাপ আর থাকে না।
কেমন হতো যদি খুব সহজেই সব অ্যাপ এক রম থেকে অন্য রমে ট্রান্সফার করতে পারতাম?? শুধু তাই না যদি অ্যাপগুলো যেমন ছিলো সেমন ই পেতাম। অর্থাৎ ধরেন আপনি সকল ডাটা সহ অ্যাপ টি ফেরত পাচ্ছেন। অর্থাৎ
  • একটা গেম যে পর্যন্ত খেলেছেন সেখানেই থাকছে।
  • থাকছে অপেরা মিনি বা সকল ব্রাউজার এর সেভ করা পেজ

তো শুরু করি কার্যপ্রনালী


  • অ্যাপ টি ইন্সটল করে ওপেন করুন
  • রুট পারমিশন গ্রান্ট করুন
  • তারপর দুইটা পেজ আসবে ওকে করুন
  • ১ নম্বর চিত্রের মত Backup/Restore ট্যাব এ ক্লক করুন
10814354_607876205984586_1327472493_n
  • একটা ব্যাকঅ্যাপ নেয়ার পেজ আসবে। Dissmiss করুন
  • ২ নম্বর চিত্রের মত উপরে সার্চ বাটনের ডানে টিক চিন্হের মত Batch বাটনে ট্যাপ করুন।
10799590_607876229317917_1036958297_n
  • এবার Backup সেকশন থেকে Backup all user app এ ক্লিক করুন।
  • বিঃদ্রঃ ব্যাকআপ করা শুরু হবে। মেমরি কার্ডে অবশ্যই ১ জিবি জায়গা ফাকা রাখুন। কারন আপনার সকল অ্যাপ ডাটা সহ ব্যাকআপ হবে জায়গা তো লাগবেই।
  • ব্যাকআপ শেষ হলে স্ট্যাটাস বার এ নোটিফিকেশন পাবেন।

ব্যাকআপ করা শেষ আপনি এখন রম বদলানোর পর ব্যাকআপ টা রিস্টোর করার পালা।

  • আবার সেই আগের মত Batch অপশন এ যান।
  • তারপর Restore সেকশন এ দেখুন “Restore Missing App With Data” নামে অপশন আছে। সিলেক্ট করুন।
  • টিক চিন্হে ট্যাপ করলেই রিস্টোর শুরু হয়ে যাবে।
  • শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • Restore শেষ হলে ফোন Reboot/Restore করুন

কোনো প্রকার সমস্যার জন্য আমাদের গ্রুপে জয়েন করুন। আর আমাদের পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।



share this article to: Facebook Twitter Google+ Linkedin Technorati Digg
Posted by Unknown, Published at 11:55 PM and have 0 মন্তব্য(গুলি)

No comments: