যে কোন ওয়েব পেজ কে PDF আকারে সেব করুন মাত্র দুই ক্লিকে। কোন সফ্টওয়্যার ছাড়াই। যে কোন ব্রাউজারে।

যে কোন ওয়েব পেজ কে PDF আকারে সেব করুন মাত্র দুই ক্লিকে। কোন সফ্টওয়্যার ছাড়াই। যে কোন ব্রাউজারে।

PDF কি, এটা কেন প্রয়োজন, এটা দিয়ে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা ইতোমধ্যে সবার ই জানা আছে। যারা জানেন না তারা দয়া করে আগে PDF সম্পর্কে জেনে আসুন। তবে জেনে রাখার জন্য পড়ে দেখতে পারেন।
PDF হচ্ছে মূলত একটা ভার্চুয়্যাল বই। আর ওয়েব পেজ কি সেটা আমরা ভাল করেই জানি। বিভিন্ন সময় বিভিন্ন কারনে আমাদের ওয়েব পেজ সেভ করার প্রয়োজন হয়। আর বিভিন্ন নিয়মে ওয়েব পেজ সেভ করা যায়। সাধারণত আমরা HTML আকারে ওয়েব সেভ করে রাখতে পারি। এটা করার জন্য শুধু ওয়েব পেজ ওপেন করে CTRL+S দিলেই হয়। কিন্তু এই পদ্বতিতে সেভ করলে ওয়েব পেজ এর অনেক ডিজাইন ও তথ্য উল্টাপাল্টা হয়ে যায়।
কিন্তু PDF আকারে সেভ করলে কোন তথ্য হারায় না। এবং এর সাইজ ও খুব কম হয়। PDF আকারে সেভ করার অনেক নিয়ম আছে। আজ আমি সবচেয়ে সহজ পদ্বতি টি দেখাব। এর জন্য কোন সফ্ট  প্রয়োজন নেই। এবং এটি যেকোন ব্রাউজারে করা যাবে।
চলুন কাজ শুরু করি। প্রথমে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন।
এবার আপনাকে নিচের মতো একটি খালি বক্স দেখাবে। খালি বক্স এ আপনি যেই ওয়েব পেজ টি সেভ করতে চান সেটির এড্রেস (URL) দিন। আমি techtunes এর URL দিলাম।
ছবির মতো।
এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এবার আপনাকে নিচের মত দেখাবে। এখান থেকে Download PDF এ ক্লিক করুন।
ছবির মত:
এবার আপনার কাজ শেষ। এবার ওয়েব পেজ টি PDF আকারে ডাউনলোড হয়ে যাবে।
যেমন: আমার ওয়েব পেজ টি PDF আকারে সেভ হয়ে গেছে:

সবাইকে ধন্যবাদ।



share this article to: Facebook Twitter Google+ Linkedin Technorati Digg
Posted by Unknown, Published at 2:06 AM and have 0 মন্তব্য(গুলি)

No comments: