যেভাবে আপনার প্যাটার্ন ভুল দিলেও আর জিমেইল লক হবে না

যেভাবে আপনার প্যাটার্ন ভুল দিলেও আর জিমেইল লক হবে না

এটি একটি Xposed Module তাই অবশ্যই Xposed installer লাগবে। আর শুধু মাত্র যেসব রমে Xposed সাপোর্ট করে তাদের ই কাজ করবে। অনেক ফোন আছে বর্তমানে যেগুলোর স্টক রম ই থাকে Amigo UI বা MiUI টাইপের। ওগুলাতে সাপোর্ট করবে না। যেমন: Primo GH2,GH3,Primo F4,Primo HM, Primo H3 ইত্যাদি ফোনগুলোর স্টক রমে এটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনি রম বদলালে হয়তো কাজ করবে।

আসছি কাজের কথায়

এই ফাইল টি ডাউনলোড করুন।
ফাইলটি জিপ করা আছে। ES File Explorer বা অন্য কোনো ফাইল ম্যানেজার দিয়ে জিপ টি আনজিপ করুন। এখন আপনি পাচ্ছেন দুইটি অ্যাপ
  • Xposed Installer
  • Lockscreen TweakBox
দুইটি অ্যাপ ই ইন্সটল করুন। এবার প্রথমে Xposed Installer ওপেন করুন।রুট অ্যাক্সেস চাইবে। গ্রান্ট করুন। Modules অপশন এ যান, Lockscreen TweakBox অপশন টিতে টিক দিন। একবান ব্যাক এ এসে এবার Framework অপশনে যান। সিলেক্ট করুন Install/Update. যা চাইবে ওকে করুন। কাজ হলে রিবুট চাইবে। রিবুট দিন।
10887711_429700580511892_553385118_n 10921711_429700597178557_169575313_n 10922108_429700540511896_1320664159_n
রিবুট বা রিস্টার্ট একই কথা। যার ফোনে যেরকম হয় আর কি আসছি তারপর। এবার আপনার অ্যাপ ড্রয়ার থেকে Lockscreen TweakBox অ্যাপ টি ওপেন করুন। এবার Unlimited Attempts এ টিক দিন। এবার ফোন রিবুট দিন।
ব্যাস। কাজ শেষ। আপনার ফোনে এখন ভুল প্যাটার্ন দিলেও জিমেইল লক হবে না। এটা শুধু প্যাটার্ন নয় অন্য সকল সিকিউরিটির ক্ষেত্রে প্রযোজ্য।



share this article to: Facebook Twitter Google+ Linkedin Technorati Digg
Posted by Unknown, Published at 11:15 PM and have 0 মন্তব্য(গুলি)

No comments: