Brick কি এবং সেট Brick হলে ঠিক করার উপায়??

Brick কি এবং সেট Brick হলে ঠিক করার উপায়??

১) Brick কি?

→যদি কোন কারনে আপনার ফোন on না হয় অথ্যাৎ আপনার সেটের লগু পর্যন্ত এসেয় থেমে যায়, তখন তাকে Brick বলে।

আবার সফট ব্রিক এবং Hard ব্রিক ও রয়েছে। Hard ব্রিক হলে সেট কাস্টমার কেয়ারে না নিয়ে যাবা ছাড়া আর কোনো উপায় নেই ।

☞ তবে সফট ব্রিক, যেমন সেটের র্যামের পরিমাণ কমে যাওয়া, চার্জ কম থাকা, চার্জ নিতে বেশি সময় নেওয়া, সেট অল্পতেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া, একসাথে কয়েকটি এপপ চালু রাখতে না পারা ইত্যাদি।

এ ক্ষেত্রে আপনি আপনার সেটের স্টক রম কিংবা ওয়ারেন্টির চিন্তা না থাকলে কাস্টম রম সেটাপ দিলেই সেট ব্রিকড এর সমস্যা সমাধান হয়ে যাবে।

⇩ নিচের পদ্ধতি অনোস্বরণ করুন
কিভাবে স্টক বা আপনার সেটের রম ইন্সটল দিয়ে সেট ব্রিকড এর সমাধান করবেন।

২) Brick করলে কি করবেন?

☞ Recovery mode এ গিয়ে Backup flie Restore করবেন।

৩) কি ভাবে Restore করবেন?

→কাজের ধারাঃ⇩

1) Battery খুলে আবার লাগান।

2) power বাটন & volume ( +) বাটন চেপে ধরে রাখুন যতখন না recovery mode আসে।

3) backup & restore > চাপুন !

4) restore > চাপুন এখন আপনার backup file দেখতে পাবেন তারিখ আকারে ৷

মানে আপনি যে তারিখে backup নিয়ে ছিলেন, সে তারিখ কেবল টা দেখতে পাবেন click করুন yes > চাপুন
এবার অপেক্ষা করুন (৫- ১০) মিনিট। কাজ হয়ে গেলে Reboot এর option আসবে ৷

5) Reboot > চাপুন কাজ শেষ।




share this article to: Facebook Twitter Google+ Linkedin Technorati Digg
Posted by Unknown, Published at 7:43 AM and have 0 মন্তব্য(গুলি)

No comments: