গ্রাভিটি বক্স কি, এর কাজ কি, কেন ব্যবহার করবেন গ্রাভিটি বক্স

গ্রাভিটি বক্স কি, এর কাজ কি, কেন ব্যবহার করবেন গ্রাভিটি বক্স

photo

গ্রাভিটি বক্স কি

যারা এ্যন্ডয়েড ইউজার তারা অনেকেই কম বেশি গ্রাভিটি বক্স সম্পর্কে জানেন।গ্রাভিটি বক্স হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি আপনার এ্যন্ডয়েড ফোনটাকে নিজের মতো করে করে সাজাতে পারবেন। অনেকের ফোনে স্ট্যাটাস বার পছন্দ পছন্দ হয় না। অনেকে ভাবেন, “যদি নিজের মত করে স্ট্যাটস বার টা সাজাতে পারতাম” । তাদের জন্য কোনো চিন্তার ব্যাপার না। আপনি এখন ইচ্ছা করলেই নিজের পছন্দ মত সাজাতে পারবেন। অনেকে ভাবছেন যে গ্রাভিটি বক্স দিয়ে শুধু স্ট্যাটাস বার চেঙ্জ করা যায়, না, গ্রাফিটি বক্স দিয়ে অনেক কিছু করা যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না।
তবে গ্রাভিটি বক্স চালানোর জন্য আপনাকে অবশ্যই রুট ইউজার হতে হবে। রুট সম্পর্কে জানতে এখানে ও কেমন করে রুট করবেন সে সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

গ্রাভিটি বক্স এর সুবিধা (কি কি করতে পারবেন গ্রাভিটি বক্স দিয়ে)

আপনার গ্রাভিটি বক্স দিয়ে যে কাজ গুলো করতে পারবেন সেগুলো হলো-
  • CyanogenMod Pie controls
  • Expanded Desktop
  •  Statusbar QuickSettings tile management with tile reordering
  •  Lockscreen targets
  • Statusbar color and transparency
  • Statusbar Brightness Control
  • Statusbar icon colors
  • Additional QuickSettings tiles:
  • Sync on/off, WiFi AP on/off, GravityBox shortcut, Torch, Network mode (2G/3G/2G+3G switch), Sleep, QuickRecord,
  • QuickApp, GPS on/off, Ringer mode, Volume tile
  • Quick pulldown – switches to QuickSettings when status bar is pulled down near edges
  • Auto-switch to QuickSettings when there are no notifications
  • Center clock in statusbar
  • Battery indicator style
  •  Navigation bar tweaks
  •  Low battery warning policy
  • Disable LED flashing when battery low
  • Disable LED while charging
  • Auto-hiding of signal icons for empty SIM Slots
  • Advanced power-off menu (reboot, recovery)
  • Volume key cursor control
  • Skip tracks by volume key long-press while screen off (thanks to rovo89)
  • More volume levels for music stream
  • Option to control safe headset media volume
  •  Button for clearing all recent tasks at once
  •  Fullscreen caller photo
  •  CRT screen off animation
  •  Minimal brightness setting
  • Autobrihtness levels adjustment
  • Lockscreen tweaks – show widgets maximized, lockscreen background style (color fill, custom image)
  • Lockscreen rotation
  • Phone tweaks – flip action, disable vibrate on call connect
  • Hardware key actions – menu long-press/double-tap, back long-press, home long-press
  • MasterKey vulnerabilities patched
  • Dithered Holo background
  • Option to use solid black Holo background
  • Expandable volume panel
  • Notification drawer style (background color, image for portait/landscape, transparency)
  • Button backlight modes (default, disabled, always on while screen is on)
  • Button backlight notifications (for devices that lack Notification LED)
  • Navigation bar ring targets
  • GravityBox Actions (shortcuts)
  • Lockscreen “see through”
  • Smart Radio
  • Notification control (allows controlling notification lights/sounds/vibrations on per-app basis)
  • Ascending (increasing) ring tone
  •  Date&Time settings crash
  • Caller ID mismatch
  • Split conversation in messaging
  • Wakelock in calendar app periodically turning on the screen
  • Waelock in messaging app turning on the screen every time new message arrives
  • Missing TTS settings in Language&Input
  • Missing extended developer options

কেমন করে গ্রাভিটি বক্স ইনষ্টল করবেন

প্রথমে আপনি এই লিঙ্ক থেকে এক্স পস নামিয়ে নিন। কারণ এক্স পস ছাড়া গ্রাফিটি বক্স আপনার ফোনে চলবে না। তারপরে এক্সপস টা ইনষ্টল দিন। ইনষ্টল করার পর এই রকম দেখাবে।
10174803_330406977107920_3043224444733681496_n
তারপরে নিচের ছবির মত farmework এ ক্লিক করুন
্বি
ওখানে যাওয়ার পর এই রকম কিছু দেখাবে
10330424_330407057107912_6666120470804203534_n
তারপরে install/Update এ ক্লিক করুন
না
ইনষ্টল করতে গেলে একটা ম্যাসেজ আসবে। ওকে দিয়ে দিন। তারপরে ইনষ্টল হওয়ার পর ফোনটা রিবুট দিন
জচপজ
ব্যস হয়ে গেলো এক্সপস ইনষ্টল। এবার গ্রাভিটি বক্স ডাউনলোড করুন এখান থেকে। ডাউনলোড করার পর ইনষ্টল দিন। গ্রাভিটি বক্স কিন্তু ওপেন করবেন না। এখন আবার এক্স পসে ফিরে আসুন।
তারপরে Modules এ যান।
00000000000000000000000000000
সেখানে গিয়ে গ্রাভিটি বক্স কে টিক দিয়ে এ্যকটিভ করুন নিচের ছবির মত।
ুি
এবার গ্রাভিটি বক্স ওপেন করুন। ওপেন করার পর নিচের মত দেখাবে।
OmniROM-S-Advance-Gravity-Box
ব্যস হয়ে গেলো আপনার ফোনে গ্রাভিটি বক্স ইনষ্টল। ধিরে ধিরে আপনি নিজেই এর ব্যবহার বিধী সম্পর্কে বুঝতে পারবেন।

 কিছু কথা

অনেক ফোনে (যেমন: সিমফনি, ওয়ালটন) এই সব ফোনে গ্রাফিটি বক্স সাপোর্ট নাও করতে পারে।সেই জন্য আগে এক্স পস টাকে লেটেষ্ট ভারশনে আপডেট দিন। আপডেট দিতে চাইলে এক্স পস টা ওপেন করুন। ওপেন করার পর এই রকম দেখাবে।
5
তারপরে Download এ যান।
তক
ওখানে যাওয়ার পর এই রকম কিছূ দেখাবে
4
তারপরে xposed installer এ ক্লিক করুন। ওখানে যাওয়ার পর কোনো আপডেট থাকলে দেখাবে নিচে।
া্স্
তারপরে Xposed installer এ ক্লিক করুন। ওখানে যাওয়ার পর এই রকম কিছু দেখাবে
3
আপনি যদি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে চান তাহলে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।
ািবসননননননা
ওখানে ক্লিক করার পর আপনি ব্রাউজার দিয়ে ডাউনলোড করে ইনষ্টল করতে পারবেন।
আর যদি এক্স পস থেকে ডাউনলোড করতে চান তা হলে নিচের ছবির মত ডান দিকে  সোয়াইপ করুন।
বহুত
ওখানে যাওয়ার পর এই রকম কিছু দেখাবে।
2
তারপরে লেটেষ্ট ভারশন টা ডাউনলোড করতে নিচের মত ক্লিক করুন।
প্রখমে ডাউনলোডে ক্লিক করুন
ািবনবেনসাবসননসবাবেসকিসাক্বকস্‌বসক
ডাউনলোডডে ক্লিক করার পর এই রকম দেখাবে।
5352855655
তারপরে ডাউনলোড শেষ হলে নিজের থেকেই ইনষ্টল হতে চাইবে। ইনষ্টল করে নিন। হয়ে গেলো লেটেষ্ট এক্স পস ইনষ্টল।
এবার আসি লেটেষ্ট গ্রাভিটি বক্স ডাউনলোড করার নিয়মে।
আগের মতোই এক্সপসে ঢুকুন।
5
তারপরে ডাউনলোডে যান।
55555555555555555555
সেখানে গ্রাভিটি বক্সে ক্লিক করুন।
া্
তারপরে নিচের মত দেখাবে।
1
তারপরে ডাউনলোডে ক্লিক করুন।
69696969696
তারপরে এই রকম দেখাবে।
10100000000000
তারপরে ডাইনলোড হলে ইনষ্টল করে ব্যবহার করুন। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
কোনো প্রকার সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রুপে জয়েন করুন।
গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন, আর পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন



share this article to: Facebook Twitter Google+ Linkedin Technorati Digg
Posted by Unknown, Published at 11:40 PM and have 0 মন্তব্য(গুলি)

No comments: